আজ শুক্রবার ভোর চারটা থেকে ইউকে সব ধরনের ট্রাভেল রেস্ট্রিকশন্স তুলে দিয়েছে। অর্থাৎ আজ থেকে:
- ইউকে তে যদি কেউ ট্রাভেল করে তাহলে তার কোন রকম টেস্ট করতে হবে না— এমন কি ভ্যাক্সিন না নেয়া থাকলেও।
- ভ্যাক্সিন নেয়া আছে এমন ট্রাভেলারদের জন্যে আগেই এই নিয়ম তুলে দেয়া হয়েছিল। এবার ভ্যাক্সিন নেয় নি অথবা ইউকে সরকার অনুমোদিত নয় এমন ভ্যাক্সিন নিয়েছে এমন ট্রাভেলারও ইউকেতে স্বাভাবিক ভাবে কোন রকম টেস্ট ছাড়াই ঢুকতে পারবে।
- ইউকে আসার পরে কোন রকম টেস্টও করার প্রয়োজন নেই।
- পাশাপাশি প্যাসেঞ্জার লোকেটর ফর্ম তথা PLFও আর পূরণ করতে হবে না যেটা আগে ভ্যাক্সিন নেয়া থাকলেও করতে হতো।
দুই বছর আগের মার্চের শেষ সপ্তাহে ইউকে প্রথম বারের মত লক ডাউনে প্রবেশ করেছিল। আজ ট্রাভেলের উপর রেস্ট্রিকশন্স তুলে দেয়ার মধ্য দিয়ে ইউকে স্বাভাবিক জীবনে ফিরে এলো। স্যোসাল ডিসটেন্সিং, মাস্ক পরা ইত্যাদি আরো আগেই সরকার তুলে দিয়েছিল। আজকের ট্রাভেল রেস্ট্রিকশন্স তুলে দেয়ার মধ্য দিয়ে কোভিড সংক্রান্ত সর্বশেষ বাধা-বিপত্তিও উঠে গেলো।
তবে এ ঘোষণা এমন একটা দিনে কার্যকর হলো যে দিন সরকারী ভাবে জানানো হয়েছে ইউকে তে কোভিডের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে (নিচের ছবিতে দেখা যাচ্ছে)।

যদিও সংক্রমণ বাড়ছে, তবুও এবার সরকার কঠিন কোন নিয়ম আনবে না বলেই জানিয়েছে। তারা Living with Covid স্ট্র্যাটেজি নিয়েছে। যার অর্থ হচ্ছে, বিকল্প পদ্ধতিতে বয়ষ্ক নাগরিকদের রক্ষা করার পাশাপাশি সরকার রেস্ট্রিকশন্স তুলে দিয়ে জনজীবন স্বাভাবিক রাখার পথে হাঁটবে এখন থেকে।
আগামী সেপ্টম্বরে ইউকের বিশ্ববিদ্যালয়গুলো প্রধান ইনটেক। মূলত ভালো ভালো কোর্সগুলো এই ইনটেকেই অফার করে বিশ্ববিদ্যালয়গুলো। আমাদের BSA-UK/IRL গ্রুপ (নতুন ট্যাবে ওপেন হবে) গত বছরের মত এবারও আমরা মেন্টরশিপ প্রোগ্রাম চালাচ্ছি। যারা একজন মেন্টরের তত্ববধানে এবং UK Higher Education এর মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক, তারা এই লিঙ্কে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। সেখানে একটা ফর্ম রয়েছে। আপনার পছন্দের মেন্টরের নাম সহ ফর্মটা ফিলাপ করে আজই আপনি এ প্রোগ্রামে যোগ দিতে পারবেন। মেন্টর হিসেবে আমি নিয়াজ, তুষার, শামস এবং আতিক রয়েছি। যাকে আপনি প্রথম মেন্টর হিসেবে পছন্দ করবেন, সেই আপনার ফাইল গ্রহণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতএব, সেভাবে পছন্দ দেয়াই হবে বুদ্ধিমানের কাজ। উল্লেখ্য, এই মেন্টরশিপ প্রোগ্রামটা গ্রুপের সকল সদস্যদের জন্যে ফ্রি।
Itís difficult to find knowledgeable people in this particular subject, however, you seem like you know what youíre talking about! Thanks