এ বছর জানুয়ারিতে ইউকে আসার জন্যে প্রচুর ছাত্রছাত্রী আবেদন করেছিল। তাদের অনেকে অফার পেয়েছে কিন্তু শেষ পর্যন্ত আসতে পারে নি বিভিন্ন কারণে। আরেকটা দল রয়েছে যারা অফার পায় নি কিন্তু টিবি টেস্ট সহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে রেখেছিল। এখন এই ছাত্রছাত্রীরা চেষ্টা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যাদের মে ইনটেক রয়েছে, সেখানে আসতে। এক্ষেত্রে দুটো প্রশ্ন প্রায়ই শোনা যায়,
১) টিবি টেস্ট কি আবার করতে হবে নাকি আগেরটাই চলবে?
২) এক্সপায়ার্ড সার্টিফিকেট দিয়ে কি ইউকে ঢোকা যাবে?
BSA-UK/IRL গ্রুপের সূচনাকারী এবং অন্যতম এ্যাডমিন হিসেবে আমি সব সময় চেষ্টা করি আমাদের সদস্যদের সাহায্য করতে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। উপরের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে একটু বেগ পেতে হয়েছে কারণ স্পষ্ট করে এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা UKVI এর পক্ষ থেকেও দেয়া নেই। তবুও সামনের দিনগুলোতে যারা ইউকে আসতে চাচ্ছে এবং একটা ইনটেক মিস করার কারণে পরেরটা ধরতে হচ্ছে, তাদের জন্যে এই লেখায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য যুক্ত করার চেষ্টা করলাম।
শুরুতেই জানিয়ে নিচ্ছি, টিবি টেস্টের পরে একটা সার্টিফিকেট দেয়া হয়। এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে ৬ মাস। অর্থাৎ এই ৬ মাসের মধ্যে আপনি ভিসার জন্যে আবেদন করতে পারবেন এবং ইউকে ঢুকতে পারবেন এই সার্টিফিকেট দিয়ে। এক্ষেত্রে এক ইনটেক থেকে অন্য ইনটেকে চলে গেলেও সার্টিফিকেটের ভ্যালিডিটি ৬ মাসের মধ্যে থাকলে আর চিন্তুিত হবার কোন কারণ নেই।
তবে যদি ভ্যালিডিটি একদম শেষের দিকে থাকে এবং এরকম পরিস্থিতি তৈরি হয় যে সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে কিছু দিনের মধ্যে, তখন কি হবে?
এ বিষয়ে UKVI বলেছে,
“If your test shows that you do not have TB, you’ll be given a certificate which is valid for 6 months from the date of your x-ray. Include this certificate with your UK visa application.”
অর্থাৎ সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকাটা জরুরী ভিসার আবেদনের জন্যে। ইনভ্যালিড সার্টিফিকেট দিয়ে আপনি ভিসার আবেদন করতে পারবেন না। তবে আমাদের BSA-UK/IRL গ্রুপের বিভিন্ন সদস্য যারা দুই থেকে চার সপ্তাহের ভ্যালিডিটি সহ ভিসার জন্যে আবেদন করেছে, তাদের সাথে কথা বলে দেখেছি তারা কোন রকম সমস্যা ছাড়া ভিসা পেয়েছে। অর্থাৎ, ভিসার জন্যে আবেদন করার সময় ভ্যালিড থাকাটাই যথেষ্ট ছিল তাদের মতে। এরপর প্রসেসিং-এর সময় ইনভ্যালিড হয়ে গেলে সমস্যা নেই বলে জানিয়েছেন অনেকে। এটা তাদের একটা ধারণা মাত্র। হতে পারে এটা সঠিক। হতে পারে তারা ভুল। ঝুঁকি এড়ানোর জন্যে আমি সাজেক্ট করবো অন্তত ৩ সপ্তাহের ভ্যালিডিটি সহ আবেদন করতে কারণ ১৫ কর্মদিবস কে একটা স্ট্যান্ডার্ড ধরে UKVI সিংহভাগ ভিসা দেয়ার ক্ষেত্রে। এই সময়টা সাধারণত ২১ দিনের তথা তিন সপ্তাহের হয়ে থাকে। চার সপ্তাহের ভ্যালিডিটি থাকা আরো ভালো, কিন্তু দুই সপ্তাহ খুবই টাইট হয়ে যাবে যদিও আমি দুই সপ্তাহের ভ্যালিডিটি সহ আবেদন করে ভিসা পেতে দেখেছি একাধিক ব্যক্তিকে।
এ তো গেলো ভিসার আবেদনের বিষয়টা। এখন কথা হচ্ছে, ধরে নিলাম ভিসা হয়ে গিয়েছে কিন্তু ইমিগ্রেশন ক্রস করা হয় নি এবং এর মধ্যে টেস্টের সার্টিফিকেটের ভ্যালিডিটি চলে গেলো। তাহলে কী হবে?
UKVI এর সাইটে কোথাও লেখা নেই ইমিগ্রেশন অফিসার এটা দেখতে চাইবে। আমি যখন এসেছিলাম তখন দেখে না। পরেও আমি শুনি নি দেখে। তবে ইমিগ্রেশনে অফিসার অনেক কিছু (তার যা দেখার কথা নয়) দেখে থাকে। সেক্ষেত্রে কোন কোন অফিসার সমস্যা করতে পারে। কিন্তু একান্তই দূর্ভাগ্য না হলে এমনটা হবার কথা নয়। তবুও সাবধান করে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি এভাবে সাজেস্ট করেছে তাদের ছাত্রছাত্রীদের:
“You should also carry the certificate in your hand luggage in case you need to show it to an immigration officer on arrival in the UK.”
আবার UK এর সবচেয়ে বড় ইমিগ্রেশন ফোরামেও এ বিষয়ে একটা প্রশ্ন এসেছিল:
“Travelling with an Expired TB Certificate”
ওখানকার সবচেয়ে এক্সপার্ট যে এ্যাডমিন, সে জানায় যে এক্সপায়ার্ড সার্টিফিকেট দিয়ে ট্রাভেল করা যাবে। পরে সে তার উত্তরে এটা যোগ করে:
“You can travel with the [expired] test. If they feel on arrival that they want to check, most big UK airports have xray machines to check for TB.”
উপরের আলোচনার পরে আমার সাজেশন থাকবে এরকম:
১) ভিসা হয়ে যাবার পর সবার চেষ্টা করা উচিত ভ্যালিডিটি থাকতেই ইউকে ঢুকে যাওয়া।
২) BSA-UK/IRL গ্রুপ থেকে আমরা মেন্টরিং করি। সেখানে এ ধরনের কেইসে আমি সব কিছু (ইউনিভার্সিটিতে আবেদন, ভিসার আবেদন, চলে আসা) আগে আগে করিয়ে থাকি যাতে ছাত্র বা ছাত্রী সার্টিফিকেটটা এক্সপায়ার করার আগেই ঢুকে যেতে পারে।
৩) যাদের ক্ষেত্রে সেটা একান্তই সম্ভব নয়, তাদের বলবো অন্তত সার্টিফিকেটটা সাথে রাখতে যখন ট্রাভেল করবে এবং ইউকে ঢুকবে।
এ লেখাটা যদি আপনার উপকারে আসে অথবা আপনি মনে করেন অন্য কারো কাজে লাগবে, তাহলে আপনার ফেইসবুকে অথবা বন্ধুর সাথে সরাসরি শেয়ার করতে অনুরোধ রইলো।
ইউকে এবং আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা, ক্যারিয়ার এবং স্যাটেল হওয়া বিষয়ে সামনে আরো বিস্তারিত লেখার এবং আলোচনা করার ইচ্ছে রয়েছে। যারা UK/Ireland আসার জন্যে আবেদন করতে যাচ্ছেন, তারা অনুগ্রহ করে নিচের গুগল ফর্মটা পূরণ করে যোগাযোগে থাকুন। ইমেইলের মাধ্যমে পরবর্তী লেখা এবং ওয়েবিনার সম্পর্কে জানানো হবে নিয়মিত (যারা ইতোমধ্যে যোগ দিয়েছেন, তাদের আবার নতুন করে শেয়ার করার প্রয়োজন নেই)।
এখানে ক্লিক করে নাম এবং ইমেইল শেয়ার করুন। (নতুন ট্যাবে লিঙ্ক খুলবে)
পোস্টটি মোট পড়া হয়েছে 1952 বার।